আক্রমণের ঝড় তুলল আর্সেনাল; স্রেফ গোলটাই পেল না তারা। অন্যদিকে শুরুর বিবর্ণতা কাটিয়ে শেষ দিকে চেষ্টা করতে থাকল লিভারপুল; তাতেই আত্মঘাতী হয়ে উঠলেন আর্সেনালের ইয়াকুব কিভিওর। শেষ দিকে আরও একবার জালে বল জড়িয়ে এফএ কাপের রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নদের হারিয়ে দিল ইয়ুর্গেন ক্লপের দল।এমিরেটস স্টেডিয়ামে রোববার এফএ কাপের তৃতীয় রাউন্ডে ২-০ গোলে জিতেছে প্রতিযোগিতার আটবারের চ্যাম্পিয়ন লিভারপুল। ৮০তম মিনিটে আত্মঘাতী গোলটি করেন আর্সেনালের পোলিশ ডিফেন্ডার ইয়াকুব। যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন লুইস দিয়াস।ফুটে ওঠে লিভারপুলের রক্ষণের দুর্বলতা। দ্বাদশ মিনিটেও সুযোগ কাজে লাগাতে পারেনি আর্তেতার দল। বাইলাইনের একটু উপর থেকে কাই হাভার্টজের কাটব্যাকে লেনসনের শট প্রতিহত হওয়ার পর বল যায় মার্টিন ওডেগোরের পায়ে। নরওয়ের এই মিডফিল্ডারের শট ক্রসবার কাঁপিয়ে ফিরে। ফিরতি শটে বুকায়ো সাকাও খুঁজে পাননি ঠিকানা।
4:53 pm, Wednesday, 5 February 2025
News Title :
আর্সেনাল কে বিদায় করে দিলো লিভার পুল
- Reporter Name
- Update Time : 07:46:27 pm, Sunday, 7 January 2024
- 21 Time View
Tag :
Popular Post